বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Dooars: শুভেন্দুর সভার আগে ১০০ দিনের কার্ড হাতে শ্রমিকদের বিক্ষোভ

Pallabi Ghosh | ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৩৫Pallabi Ghosh


অতীশ সেন, ডুয়ার্স: চোর পালটা চোর স্লোগান এবং একশো দিনের কাজের শ্রমিকদের বিক্ষোভের মধ্য দিয়ে শেষ হল শুভেন্দু অধিকারীর চালসার সভা। শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় শ্রমিক সমাবেশে যোগ দিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের নাম করে তাঁদের চোর আখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু চালসায় আসার আগে সোনগাছি চা বাগানের কাছে স্থানীয় বাসিন্দারা রাস্তার দুই ধারে ১০০ দিনের কার্ড হাতে দাঁড়িয়ে রইলেন। বকেয়া টাকার দাবিতে শুভেন্দুকে উদ্দেশ্য করে দিলেন স্লোগান। শুভেন্দুর সভা শুরুর আগেই পথে নামলেন তৃণমূল আইটি সেলের কর্মীরা। চালসা গোলাইয়ের কাছে তাঁদের মাইক হাতে সাধারণ মানুষের উদ্দেশে বলতে শোনা যায়, "দেখতে নাদুস-নুদুস একজন চোর আপনাদের এলাকায় আসছেন। আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন।"
জানা গিয়েছে মালবাজারে দলীয় কার্যালয়ে একটি সভা শেষ করে চালসার জনসভায় যোগ দেওয়ার পথে শুভেন্দুকে একশো দিনের শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়। মাল কলেজ সংলগ্ন সোনগাছি চা বাগান মোড়ে শতাধিক বাসিন্দা ও চা শ্রমিক জবকার্ড হাতে ১০০ দিনের কাজের বকেয়ার টাকার দাবিতে শুভেন্দুর কনভয়কে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন। শুভেন্দুর কনভয় সেখানে না দাঁড়িয়ে দ্রুত গতিতে বেড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান প্রায় দুই বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে, পাশাপাশি তাঁরা যে সময় কাজ করেছিলেন, তার মজুরিই বকেয়া রয়ে গেছে। কেন্দ্রের কাছে বকেয়া টাকা না পাঠানোর জন্য শুভেন্দু দরবার করেছে, সেই কারণেই তাঁরা এদিন শুভেন্দুকে কাছে পেয়ে তাঁকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখালেন।
শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে চালসা পৌঁছে চালসার গোলাইয়ে বীর বিরসা মুন্ডা, ভানু ভক্ত আচার্য ও লাল শুক্রা ওরাওঁয়ের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপর তিনি আসেন চালসার ডব্লু.বি.টি.জি.ই এর হলের ময়দানের আয়োজিত চা শ্রমিকদের জনসভায় যোগ দেন। জনসভা থেকে স্থানীয় তৃণমূল নেতাদের নাম করে তাঁদের চোর আখ্যা দেন। পাশাপাশি রাজ্যে বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এরই সাথে বাংলা ভাগের কথা এড়িয়েই উত্তরবঙ্গের আবেগে আবারও সুড়সুড়ি দিলেন শুভেন্দু। শুভেন্দু বলেন - "ভাইপো বলেছিলেন উত্তরবঙ্গ বলে কিছু নেই, একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ।" তিনি বলেন "উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিম্বা রাঢ় বঙ্গ বললে রাজ্য ভাগ হয় না। উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না, উত্তরবঙ্গ ছিল, আছে, থাকবে।’ এরই সাথে চা শ্রমিকদের রাজ্য সরকারের পক্ষ থেকে জমির পাট্টা প্রদানের বিষয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন - "চা বাগানের জমি কেন্দ্রের জমি, এই জমি রাজ্যের নয়। চা বাগানের জমির মালিক চা শ্রমিকরা, তাঁদের এভাবে পাট্টা দেওয়া যায় না।" এদিনের সভা থেকে আগামী লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের আবারও জয়ী করার আহ্বানও জানান শুভেন্দু। এর পর তিনি আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেন।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বিষধর সাপ থেকে বাঘরোল, নেশা অনাথ শাবকদের উদ্ধার করা, বাড়িতেই মিনি হাসপাতাল গড়েছেন যুবক  ...

হয় ব্যবস্থা নিন নয়তো ঘেরাও করব, জেলার নার্সিংহোম প্রসঙ্গে সিএমওএইচ-কে হুঁশিয়ারি বিধায়কের ...

বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র নিয়ে রমরমিয়ে চলছে দালাল চক্র, হাতেনাতে আটক এক...

দার্জিলিংয়ে শুরু মেলো টি ফেস্ট, যোগ দিচ্ছে সুইডিশ রক ব্যান্ড...

তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে গেল বাংলা, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মমতা...

ঘুষের বিনিময়ে ফিট সার্টিফিকেট, চিকিৎসকের কারাদণ্ডের নির্দেশ ...

ভাতারে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ...

বাড়িতে ঢুকে সাত মণ ধান সাবাড়, শুঁড়ে করে এক বস্তা ধান নিয়ে জঙ্গলে ফিরল হাতি ...

হাওড়ায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, কবে মিলবে?

নলেনগুড়ের সঙ্গে মিশে যাচ্ছে চিনি! হুবহু এক দেখতে হলেও মিলছে না সেই একই স্বাদ, শীতের মুখেই মনখারাপ...

সচেতনতার বার্তা নিয়ে জলপথে হুগলিতে বিএসএফের মহিলা র‌্যাফটিং টিম...

খুন–ধর্ষণের মামলায় রেকর্ড সময়ে ন্যায়বিচার, ফারাক্কাবাসী দিল পুলিশ সুপারকে সংবর্ধনা ...

বাস্তবের ‘‌পুষ্পা’‌, দুই লাল চন্দন কাঠ পাচারকারীকে কঠোর শাস্তি আদালতের...

৯ মাস বয়সে হারিয়েছিলেন দৃষ্টিশক্তি, অধ্যাপক হওয়ার লক্ষ্যে কঠিন পথে লড়াই অনুপের ...

গলায় জ্বলজ্বলে বেল্টই 'রক্ষাকবচ', পথ কুকুরদের বাঁচাতে বড় উদ্যোগ যুবকের...



সোশ্যাল মিডিয়া



12 23